মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-১ (কচুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মোশারফ হোসেন মিয়াজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের পাথৈর উচ্চ বিদ্যালয়ে ডঃ মহাব্বত আলী পাঠাগারের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজালাল প্রধানের সভাপতিত্বে ও কচুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক, মালয়েশিয়া শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোশাররফ হোসেন মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিঃশর্তভাবে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা করতে হবে। এই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি’র জয় সুনিশ্চিত করতে হবে
তিনি আরও বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য আমাদের ঐক্যমতের কোন বিকল্প নেই। তাই আমাদের বিএনপিসহ তার সকল অঙ্গ সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করার জন্য কাজ করে যাওয়ার সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহজান মজুমদার সদস্য চাঁদপুর জেলা বিএনপি, ইঞ্জিনিয়ার হাজী মোঃ শাহজাহান সম্মানিত সদস্য চাঁদপুর জেলা বিএনপি, অ্যাডভোকেট মুস্তাক মিয়া সদস্য চাঁদপুর জেলা বিএনপি, সিরাজুল ইসলাম সহ-সভাপতি উপজেলা বিএনপি, নাসিরউদ্দিন মিলনসহ-সভাপতি কচুয়া উপজেলা বিএনপি, মোঃজাকির হোসেন সাংগঠনিক সম্পাদক কচুয়া উপজেলা বিএনপি, মহসিন মিয়া সাংগঠনিক সম্পাদক ২ কচুয়া উপজেলা বিএনপি, মোঃ ফরিদ আহমেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক চাঁদপুর জেলা যুবদল, মহিউদ্দিন মজুমদার আহবায়ক কচুয়া উপজেলা যুবদল, কাউসার আলম যুগ্ন আহবায় কচুয়া উপজেলা যুবদল,সময় উপস্থিত ছিলেন এডভোকেট মাসুদ প্রদানীয় সদস্য সচিব কচুয়া উপজেলা যুবদল, সেলিম মাসুদ সদস্য চাঁদপুর জেলা যুবদল, তোফাজ্জল হোসেন ময়না সভাপতি ৫নং ইউনিয়ন বিএনপি, সাফায়েত উল্লাহ সভাপতি ১২নং ইউনিয়ন বিএনপি, মোস্তফা কামাল বি এস সি ভারপ্রাপ্ত সভাপতি ২নং পাথৈর ইউনিয়ন বিএনপি, মোঃ খোরশেদ আলম সাধারণ সম্পাদক ৮ নং কাদলা ইউনিয়ন বিএনপি,সাইফুল ইসলাম বাহাদুর সাধারণ সম্পাদক ৫ নং ইউনিয়ন বিএনপি,কবির হোসেন সাধারণ সম্পাদক ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি, আতিকুল্লাহ খান যুগ্ম আহ্বায়ক কচুয়া উপজেলা যুবদল, কামরুল জামান কামরুল সাবেক আহ্বায়ক কচুয়া উপজেলা ছাত্রদল, হুমায়ুন কবির প্রধান স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলা, শহীদ ভূঁইয়া সভাপতি ৩ নং বিতারা ইউনিয় বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোঃ আলী আর্শাদ মোল্লা।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, গাজিমিয়া, মানিক হোসেন, আবু তাহেরসহ
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply