পরিমল বিশ্বাস : কাঁচপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এান ও সমাজ কল্যান বিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা কৃষিবিদ ইন্সটিটিউট এর সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী দীপক কুমার বনিক দীপু এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন দিয়ে সমাবেশে যোগদান করেন। এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে অংশগ্রহন করেন।
১৩ অক্টোবর শুক্রবার বিকেলে কাঁচপুরে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় দীপক কুমার বনিক দীপু বলেন, আজ উন্নয়ন ও শান্তি সমাবেশের সফলতা কামনা করি উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করি। জননেত্রী শেখ হাসিনার আজ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএনপির যেকোনো নৈরাজ্য রুখতে আমরা সব সময় ঐকবদ্ধ আছি এবং থাকব ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই একসাথে কাজ করে নৌকাকে বিজয়ী করে তুলব। জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
Leave a Reply