ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ফিলিস্তিনে অবৈধ ইসরাইলের নৃশংস আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর অবৈধ ইসরাইলের বর্বরোচিত হত্যাকাণ্ড ও নৃশংস আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা অবৈধ ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন সেই সাথে অবৈধ ইসরাইলের সকল পূর্ণ বয়কটেরও আহবান জানান।
বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়।
এর আগে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর অবৈধ ইসরাইলের বর্বরোচিত হত্যা, নৃশংস হামলার প্রতিবাদে সারাবিশ্বের সকল সুসলিম রাষ্ট্রসহ সকল মুসলমানদের এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
Leave a Reply