গাজীপুর প্রতিনিধি : শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকারের পক্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদেরকে উপবৃত্তির টাকা তাদের মোবাইল অ্যাকাউন্টে নির্ধারিত সময়ে পাঠিয়ে দেয়া হয়।
আর এই উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আবুল হোসেন পাঠানের বিরুদ্ধে।
এবিষয়ে গত (১ অক্টোবর) উপবৃত্তি মনিটরিং ও উপজেলা নির্বাহী অফিসার,বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ, উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন অভিভাবকেরা।
যাতে করে তার উপযুক্ত বিচার হয় এবং বিদ্যালয়ের আর কোন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করতে না পারে। উপবৃত্তির এই টাকা পেতে অভিভাবকদের প্রত্যেকেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আবুল হোসেন পাঠান পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রবিনের উপবৃত্তির টাকা আত্মসাৎ করার জন্য শিক্ষার্থী রবিন মিয়ার বাবা অটোরিক্সা চালক নজরুল ইসলামকে ডেকে এনে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টের পিনকোড ও মোবাইল তাঁর কাছ থেকে নিয়া সুকৌশলে উপবৃত্তির টাকা দপ্তরি আবুল হোসেনের মোবাইলে হস্তান্তর করে এবং শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করে।
জানা যায়, অত্র বিদ্যালয়ের দপ্তরি আবুল হোসেন উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত আক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে২০১৮ সাল থেকে দপ্তরি দায়িত্ব হিসেবে নিয়োগ পায়,তারপর থেকেই করে আসছে বিভিন্ন ধরনের প্রতারণা এবং প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার কথা বলে অভিভাবকদের কাছ মোটা অংকের অর্থ আত্মসাৎ এর অভিযোগও পাওয়া গেছে।
উল্লেখ্য, যে অভিযোগ সূত্রে জানা যায় উক্ত বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রবিন মিয়াসহ আরো অনেক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছে বলে জানা যায়।
অত্র বিদ্যায়ের শিক্ষার্থী রবিনের পিতা নজরুল ইসলাম বলেন, অনেক দিন যাবত আমার ছেলে সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা পেয়ে আসছে।বিগত সেপ্টেম্বর মাসে ১৩ তারিখে সকালে বিদ্যালয়ের দপ্তরি আবুল হোসেন পাঠান স্কুলের প্রয়োজন দেখিয়ে আমাকে ডেকে এনে মোবাইল তার কাছে নিয়ে যায়।
পরে উপবৃত্তির টাকা তাঁর মোবাইলে রিচার্জ করে টাকা আত্মসাৎ করে নিয়ে যায়। আমি আমার নগদ একাউন্টের লেনদেনের কপি উঠিয়ে দেখতে পায়, আমার নগদ এ্যাকাউন্ট থেকে উপবৃত্তির টাকা আবুল হোসেন পাঠান তার নিজের মোবাইল নাম্বারে হস্তান্তর করে নিয়া গেছে।আমার ছেলের উপবৃত্তির টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে আবুল হোসেন পাঠান।
আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা জানান, দপ্তরী আবুল হোসেন পাঠান অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে দিয়ে সকালে ক্লাসরুমের তালা খোলা এবং ঝাড়ু দেওয়াসহ ওয়াশরুম, ক্লাসরুমের জানালা দরজা পরিষ্কার ও বিভিন্ন ধরনের কাজ করার জন্য বাধ্য করে।
ছাত্র-ছাত্রীরা কাজ না করলে তাদেরকে লাঠি দিয়া পিটানোর অভিযোগ পাওয়া যায়, ছাত্র ছাত্রীরা ভয়ে কাজ করতে বাধ্য হয় আর এইসব বিষয় প্রধান শিক্ষক না জানানোর জন্য ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় দপ্তরী আবুল হোসেন।
স্কুলের দপ্তরী দারা উপবৃত্তির টাকা আত্মসাৎ এর বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া সুলতানা জানান,অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী রবিন মিয়ার উপবৃত্তির টাকা আত্মসাৎ করার লিখিত অভিযোগ পাওয়ার পরে দপ্তরি আবুল হোসেন পাঠাকে ডাকযোগে একটি নোটিশ পাঠানো হয়েছে।
কিন্তু দপ্তরী আবুল হোসেন সঠিক সময়ে নোটিশের সঠিক জবাব দিতে পারেনি তাই তাকে শোকজ করা হয়েছে।উপরমহলের সাথে কথা বলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।স্থানীয় এলাকাবাসী জানান,আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আবুল হোসেন পাঠান স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করার কথা শুনে আসছেন দীর্ঘদিন যাবৎ ধরে।তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে জানান।
স্থানীয় এলাকার আরো কয়েকজন বলেন, দপ্তরী আবুল হোসেন স্কুলের প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের কার্ড করে দেওয়ার কথা বলে অভিভাবকদের কাছ থেকে মোটা অংকের টাকা অর্থ আত্মসাৎ করার অভিযোগের কথাও শুনেছেন স্থানীয় এলাকার লোকজন।
স্থানীয় এলাকাবাসী উর্ধতন কর্মকর্তার কাছে এর সঠিক বিচার এবং প্রতারক আবুল হোসেন দপ্তরীকে চাকুরী থেকে অব্যাহতির দাবী জানান।
Leave a Reply