ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কেটে মমেছা বেগম(৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা খায়ের মন্ডলে পুকুর পার সংলগ্ন রেল লাইনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ হোসেন জানান, বৃদ্ধ মহিলা দীর্ঘদিন থেকে ক্যান্সার ও মাথার সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন রাত ৩ টার সময় বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববতী রেল লাইনের দিকে ঘুরতে যান।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়
গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনজার্চ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply