বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া ক্বিরাআতুল কুরআন কওমিয়া মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল ৮টায় মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কিরাত, গজল, আজান, আল্লাহর সিফাতি নাম, বাংলায়, ইংরেজী, উর্দু ও আরবিতে বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও চরমোনাই কওমী মাদ্রাসার মুহাদ্দিস মাও. আব্দুর রশিদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি মাও. নাসির উদ্দিন রোকন ডাকুয়া, মাও. আবদুল কুদ্দুস, মাও. মাহমুদুল হাসান জাহাঙ্গীর, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিজামুল কাদির, ইউপি সদস্য মেহেদী হাসান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, অত্র প্রতিষ্ঠানের মোতয়াল্লী মো. রফিকুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রাজ্জাক হাওলাদার রাজেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা কাউসার আহমেদ।
উপস্থিত অতিথিবৃন্দরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দেয়া বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply