শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭১-এ হেমায়েত বাহিনীর লড়াকু সৈনিক, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন খান (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টায় মহিলা মেডিকেল কলেজ উত্তরা ঢাকা বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।
শুক্রবার বাদ জুম’আ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম এবং অফিসার ইনচার্জ জিল্লুর রহমান এর নেতৃত্বে এক দল চৌকস পুলিশ গার্ড অব অনার প্রদান করেন এই বীর সেনানীকে।
পরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যু কালে তিনি- স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা প্রজন্ম হাসিব উদ্দিন পান্নু, লুৎফর রহমান, আনোয়ার হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবরর্গ প্রমূখ।
Leave a Reply