স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোলক রায়ের স্ত্রী লক্ষ্মী রানী রায় (৬৮) নামক এক বৃদ্ধাকে মারপিটে আহত করে এলাকার উপেন হালদারের ছেলে সমির হালদার (৪২)।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শুয়াগ্রামে এ ঘটনা ঘটে।
সরজমিনে জানা যায়, মৃত গোলক রায়ের পরিবারের সাথে চাচাতো ভাই বিন্দু ঘোষাল রায়ের পরিবারের শরিকী জায়গা জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় দু পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন, প্রতিবেশী সমির হালদার স্ত্রী সন্তান সংঘবদ্ধ ভাবে লক্ষ্মী রানীকে গালাগাল দিয়ে বেধড়ক মারপিটে আহত করে বাড়ির সামনে রাস্তায় বাকরুদ্ধ অবস্থায় ফেলে রাখে। খবর পেয়ে ঢাকায় অবস্থানরত ছেলে সৌরভ রায় মোবাইলে ভ্যান চালকের সাথে কথা বলে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে মাকে।
সৌরভ রায় সাংবাদিকদের বলেন- আমাদের জায়গা জমির বিষয়ে চাচার সাথে বিবাদ, তার উসকানিতেই প্রতিবেশী সমির বীনা কারনে আমার বৃদ্ধা মা কে একা পেয়ে মারপিট করেছে, আমার মা এখন কথা বলতে পারছে না, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বিন্দু ঘোষল রায় জানান- ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, পরে এসে শুনেছি সমির ও লক্ষ্মী মারামারি হয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- সমির ও তার স্ত্রী সন্তান অকথ্য ভাষায় গালাগাল দিয়ে মারপিট করেছে লক্ষ্মী কে, পরে তারা ভ্যানে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায় আহতকে।ঘটনার পর থেকে অভিযুক্ত সমির হালদার পলাতক রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply