মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুড়া সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক আখতারুজ্জামান ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সভায় আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে বগুড়া সদর উপজেলা এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply