মোঃ হারুনুর রশিদ, কচুয়া : কচুয়া উপজেলা ৬নং উত্তর ইউনিয়নের খিড্ডা গ্রামের নুরুল আমিনের ছেলে মো: শাহদাত হোসেনের স্ত্রী জুলেখা আক্তার (২৩) ৮ই জুন বৃহস্পতিবার সকালে তার পিতার বাড়ি কচুয়া পৌরসভার বালিয়াতলী প্রধানিয়া বাড়িতে যাবার কথা বলে পিতার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।
৯ জুুন শুক্রবার পর্যন্ত জুলেখা তার বাবার বাড়িতে ফিরে নাই। জুলেখার স্বামী শাহদাত হোসেন সাংবাদিকদের জানান, আমার দেড় বছরের ছেলে সাফায়েতকে নিয়ে আমার স্ত্রী জুলেখা আমার শশুর বাড়ি বেড়াতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। আমার শশুর বাড়িতে খবর নিয়ে জানতে পারি জুলেখা তার বাবার বাড়ি যায়নি।
এদিকে তার পিতা বালিয়াতলী প্রধানিয়া বাড়ির শহীদ উল্লাহ জানান, ৪ বছর পূর্বে তার মেয়ে জুলেখার সাথে সামাজিকভাবে দুই পরিবারের সম্মতিতে খিড্ডা গ্রামের শাহাদাতের সাথে বিয়ে হয়। আমার বাড়িতে না আসায়, আমি আমার আত্মীয়স্বজন সবার বাড়ি খোঁজ খবর নিয়েও মেয়ের কোন সন্ধান পাই নাই। আমার মেয়ে জুলেখা শশুর বাড়িতে খুব ভালোই ছিলো। কিন্তু কি কারনে বাড়ি আসে নাই তা বলতে পারছি না।
যদি কেউ মহিলা ও শিশু বাচ্চাটির সন্ধান পান তাহলে জুলেখার স্বামীর মেবাইল নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
স্বামীর মোবাইল নাম্বার ০১৮৩০-৭২২১২৮ অথবা পিতার মোবাইল ০১৮২৫-৬২৩৩৪১।
তবে উভয় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে কচুয়া থানায় লিখিত একটি অভিযোগের প্রস্তুতি চলছে।
Leave a Reply