শাহ আলম মিয়া, কোটালীপাড়া : মনোসেক্স তেলাপিয়ার সবল পোনা অল্প সময়ে অধিক উৎপাদন ও দ্বিগুন মুনাফা অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্রাক ফিসারিজ’র উদ্দোগে বাজার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার তালপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করেন এলাকার মৎস্য চাষীবৃন্দ।
বৈঠকের প্রধান আলোচক রিজিওনাল ম্যানেজার ব্রাক ফিসারিজ কিংকর চন্দ্র হালদার মনোসেক্স তেলাপিয়ার নার্সারী ও চাষ ব্যবস্থাপনা বিষয়ে মৎস্য চাষীদের নানাবিধ পরামর্শ প্রদান করেন। সেই সাথে ব্রাক ফিসারিজ’র মনোসেক্স তেলাপিয়া চাষে মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করেন তিনি।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন, ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংবাদিক মোল্যা মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, সেলস অফিসার ব্রাক ফিসারিজ এন্টারপ্রাইজ অলক রায়, সাংবাদিক শাহ আলম মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য চাষী- ঠান্ডারাম বৈষ্ণব, রাখাল রায়, গৌতম ঢালী, দেবদাস মন্ডল, দেবাশীষ বাড়ৈ, বঙ্কিম বাড়ৈ, শুসান্ত বাড়ৈ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply