ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে ক্ষেত থেকে মরিচ তুলতে গিয়ে ভিমরুলের কামড়ে সবদুল্লাহ মোল্লা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার চৌধুরী জানান, সবদুল্লাহ মোল্লা পাঁচবিবি উপজেলার রতনপুর জোড় পুকুরিয়া গ্রামের মৃত বয়তুল্লা মোল্লার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে সবদুল্লাহ মোল্লা জমি থেকে মরিচ তুলতে যান। এ সময় একঝাঁক ভিমরুল তাকে কামড় দেয়। এতে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
Leave a Reply