সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে তাইফ স্মৃতি ৮দলীয় ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে আট্টাকা স্পোটিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব স্বপন দাশ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, এসডিসিমো. মোজাহারুল হক ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান, ক্রীড়া শিক্ষক মোস্তাহিদুর
রহমান মুক্ত, মো. ইবারাত আলী, মোস্তফা আল আমিন রনি প্রমূখ।
ফাইনাল খেলা মোল্লাহাট মিজান স্পোটিং ক্লাবকে হারিয়ে ফকিরহাট মল্লিক স্পোটস চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন কাজী স্বপন ও সাঈদ হাসান।
Leave a Reply