মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় আলতাফ হোসেন(৫৩) নামে এক ভ্যান চালক আহত হয়েছেন। তিনি উপজেলার কাপাশহাটি গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র।
অভয়নগর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারি সোমবার বেলা আনুমানিক ৩.০০ টার সময় পেশায় ইজি ভ্যানচালক আলতাফ তার বাড়িতে প্রবেশ করে দেখতে পান মৃত সূর কাজীর ছেলে প্রতিবেশি ইকবাল কাজী ধান ক্ষেতের ক্ষতি হচ্ছে যুক্তিতে সিরিষ গাছের ডাল কাটছে। ১৪ বৎসরের মেয়ে লিমা এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে বিবাদী খুবই র্দূব্যবহার করে। বাদী এ আচরণের প্রতিবাদ করলে বিবাদী তাকে মারধর শুরু করে। বিবাদীর ডাকে অন্যান্য বিবাদী হারুন কাজী ও তার ছেলে পলাশ কাজী, রুহুল গাজীর ছেলে গফুর গাজীসহ আরও ৩/৪ জন বাদীকে কিল, ঘুষি, কোদালের আছাড় দিয়ে পিটিয়ে সারা শরীর নীলা ফোলা জখম করে। এক পর্যায়ে বিবাদীরা তাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়।
এ বিষয়ে বাদী আলতাফ বলেন, নওয়াপাড়া জুট মিল বন্ধ হওয়ার পর একটি ইজিভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছি। ২০০৬ সালে বসবাসের জন্য ৪ শতক জমি ক্রয় করার পরে এলাকার একজন কুচক্রী সালাম ফকিরের পরামর্শে আমার নির্ধারিত স্থানে জমি না দিয়ে গোলযোগপূর্ণ স্থানে জমির দখল বুঝিয়ে দেওয়ার পরও সেখান থেকে আমাকে উৎখাতের ষড়যন্ত্র করছে। আমার উপর করা অন্যায়ের বিচার চাই।
বিবাদী ইকবাল কাজী বলেন, একই দাগে জমির অনেকগুলি শরিক আছে। বাদী উক্ত দাগের মুখ বরাবর সম্পূর্ণ আড়াআড়ি জমি ভোগ করছে। আমরা আলোচনা স্বাপেক্ষে সমাধান চাই।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজ বলেন, বাদী বিবাদীদের সাথেকথা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তাদের উভয় পক্ষকে থানায় আলোচনার জন্য ডাকা হয়েছে, সেখানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply