মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৩ নং তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মৌজা হইতে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ ।
লালমনিরহাট কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম রসুল, এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক, ও সঙ্গীয় ফোর্সসহ কালীগঞ্জ থানাধীন
০৩ নং তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মৌজাস্থ কালীগঞ্জ থানার প্রধান গেটের সামনে বুড়িমারী হইতে লালমনিরহাট গামী পাকা রাস্তার উপর ঢাকাগামী আনাস পরিবহন তল্লাশী করিয়া রফিকুল ইসলাম(৪০), থানা কালীগঞ্জ, রশিদুল (২৪), থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট।তাদের হেফাজতে থাকা (৫+৫)= ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো, রফিকুল ইসলাম(৪০)পিতা আব্দুল হালিম,গ্রাম মুসরদ মদাতী থানা কালীগঞ্জ, রশিদুল (২৪), পিতা আফাজ উদ্দিন, গ্রাম বিছন দই থানা হাতীবান্ধা,উভয়ের জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলা নং-০৬ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(খ)/৪১ রুজু করা হয়।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন ৩নং তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মৌজা হইতে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ
Leave a Reply