স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান, বিশ্ব মানবতার মাতা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ কোটালীপাড়া।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা প্রমুখ।
Leave a Reply