সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনোয়ার হোসেনকে তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য তথ্য ও সম্প্রসার মন্ত্রণালয় থেকে পুরস্কার প্রদানের জন্য মনোনিত করা হয়েছে। তথ্য কমিশনের সচিব জি এম আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে তিনি পুরস্কার গ্রহণ করবেন।
তথ্য কমিশনের প্রজ্ঞাপনে জানা যায়, সেবা গ্রহীতা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইন-২০০৯ প্রণয়ন করেছে। উক্ত আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ফকিরহাট উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির প্রধান হিসেবে ফকিরহাট উপজেলা নিবার্হী অফিসার মো. মনোয়ার হোসেনকে বাংলাদেশ তথ্য মন্ত্রনালয় কর্তৃক পুরস্কার (প্রথম স্থান) প্রদানের জন্য মনোনিত করেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ এ ঢাকাস্থ আগারগাঁও ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাসান মাহমুদ।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার এই পুরস্কার অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। ফকিরহাটে পদায়নের পর অল্প দিনের মধ্যে তিনি জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
Leave a Reply