স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ে কান্দি ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি উক্ত সভা আয়োজন করে।
কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার কান্তি মধুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, ওসি মোঃ জিল্লুর রহমান।
অন্যদিকে শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুয়াগ্রাম ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন- জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার ভাবনা থেকে দেশের সব শ্রেণী পেশার মানুষদের একত্রিত করে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কে প্রতিহত করাই এই কমিটির লক্ষ্য।
Leave a Reply