স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় এ প্রস্তুতিমূলক সভা আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, ওসি মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলী যুগ্ম সাধারন সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া কেন্দ্রীয় কালিমন্দির কমিটির সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন- উপজেলার ৩১৫টি পূজা মন্ডপের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
অন্য দিকে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে দূর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের ৩ লক্ষ ১৫ হাজার টাকা ৩১৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
Leave a Reply