মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়া জেলায় শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে বগুড়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চত্বরে এ টুর্নামেন্টের আয়োজন করে।
সকাল ১১টার দিকে বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা জানান, টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমানী, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগবেউল আহসান রিপু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply