ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার স্বল্প সেনা গ্রামের সৈয়দ আলাউদ্দিন এর পুত্র, রেন্ট এ কার চালক ধান্দাবাজ রুবেল কারাগারে।
গত ৩০/১১/২০২১তারিখ কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামে গিয়ে রেন্ট এ কার চালক রুবেল, প্রশাসনের লোক পরিচয় দিয়ে নিখিল চন্দ্রর কাছে মামলার তদবির করে দিবে একথা বলে ২০ হাজার টাকা, চাঁদা দাবি করে তখন নিখিল চন্দ্র হাওলাদার,ভয় ২,হাজার টাকা দিয়ে বিদায় করে।
পরবর্তীতে রেন্ট এ কার চালক সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রেসক্লাবের সাংবাদিক পরিচয় দিয়ে নিখিল চন্দ্র হাওলাদার কে আবারো ২০,হাজার টাকা দাবি করে তখন আচরণবিধি সন্দেহমূলক হলে ঝালকাঠি প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেন প্রেস ক্লাব কর্তৃপক্ষ নিখিল হালদারকে সাংবাদিক পরিচয়দানকারী রেন্ট এ কার চালক সৈয়দ রুবেলের বিরুদ্ধে আদালতে মামলা করার পরামর্শ দেন।
তারই আলোকে গত ৩০/১১/২০২১,তারিখ ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির নালিশি মামলা দায়ের করেন মামলা,
সি আর নং১৬৩/২১
আসামিরা হলেন সাওরা কাঠি গ্রামের সাইজ উদ্দিনের পুত্র ভুয়া উপলক্ষ ফটোকপির দোকান দার একাধিক অভিযোগে অভিযুক্ত কথিত সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু, এবং স্বল্প সেনা গ্রামের সৈয়দ আলাউদ্দিনের পুত্র, রেন্ট এ কার চালক সৈয়দ রুবেল,সহ দুইজনার নামে, নালিশি মামলা আমলে নিয়ে ঝালকাঠি’র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কাঠালিয়া থানা পুলিশকে গত ০৫/১২/২০২১তারিখ তদন্তের জন্য নির্দেশ দেন।
বাদি নিখিল চন্দ্র হালদারের অভিযোগ বিশেষ তদবিরের কারণে ভুয়া উপধ্যক্ষ সাইজ উদ্দিনের পুত্র, রিয়াজুল ইসলাম বাচ্চু কে, চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।
কাঠালিয়া থানার পুলিশ চুলচেরা বিশ্লেষণ করে ১নং আসামী রেন্ট এ কার চালক স্বল্প সেনা গ্রামের সৈয়দ আলাউদ্দিনের পুত্র, সৈয়দ রুবেল কে চাঁদাবাজি অপরাধ, প্রমাণিত হওয়ায়।
বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন অপরাধ প্রমাণিত হওয়ায় ঝালকাঠির জেলা জজ শহীদুল্লাহর আদালতে জামিনের আবেদন করলে জামিনের আবেদন নামঞ্জুর করে রেন্ট এ কার চালক চাঁদাবাজ রুবেলকে জেল হাজতে প্রেরণ করে।
বাদি নিখিল চন্দ্র হালদার , সাংবাদিকদের জানিয়েছেন সঙ্গেও দুই নম্বর আসামি রিয়াজুল ইসলাম বাচ্চুসহ অজ্ঞাত পরিচয় চার পাঁচজন মিলে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করে। রিয়াজুল ইসলাম বাচ্চুসহ অজ্ঞাত পরিচয় চার, পাঁচ,জনের নামে সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন
Leave a Reply