সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য
কর্মচারীদের যোগদান উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও সূধীজনের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ-আল-আসাদ।
মূখ্য আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, কাজী আজহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া, আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ শেখ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এসএমসির সদস্য রাখেন এসএমসির বিদ্যোতসাহী সদস্য ভোকেশনাল) শেখ কারুজ্জামান কামরুল। শিক্ষিকা সৈয়দা ফাতেমা আফরোজ পিয়া ও শিক্ষক মো. খায়রুল বাসারের যৌথ সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনিযুক্ত প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, সহকারী প্রধান শিক্ষক শাহিদা খানম, শিক্ষার্থী ফৌজিয়া আবিদা প্রমূখ। এসময় বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক, সূধীজন, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply