স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৫টি দোকান ভষ্মিভুত হয়ে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মনোষাবাড়ী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, পনির বক্তিয়ারের মুদি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে তা মুহুর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। তাতে হারুন মিয়ার ভ্যারাইটিজ স্টোর, সেলিম মিয়ার ঔষধের ফার্মেসি, রিয়াজুল ইসলামের ভ্যান গ্যারেজ ও ফরিদ আহম্মদের থান কাপড়ের দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহায়তায় প্রায় দুই ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন। পর দিন সকালে
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ ও আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।
Leave a Reply