মো.হারুনুর রশিদ, কচুয়া: চাঁদপুরের কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে, কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড। সোমবার দোয়াটি থেকে দহুলিয়া গ্রামের প্রায় দেড় কিলোমিটার গ্যাস সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়।
কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন,গ্যাস সংযোগ আইনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে, এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এসময় কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশনের উপ-মহাব্যবস্থাপক শাহানুর আলম, মহা-ব্যবস্থাপক সগীর আহমেদ, ব্যবস্থাপক বেলায়েত হোসেন ও মো: জসিম উদ্দিন আহমেদ,কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে গ্যাস ডিস্টিবিউশনের উপ-মহা ব্যবস্হাপক ও কর্মকর্তারা জানান পর্যায়ক্রমে কচুয়ার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply