মোঃ হারুনুর রশিদ, কচুয়া: চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশন ” এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও ক্যাশিয়ার মোঃ রুমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলামিন হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের তহবিল সংগ্রহ,রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক সেবা প্রদান এবং ভূঁইয়ারা গ্রামের দিনমজুর মোঃ সুরুজ মিয়াকে একটি অটোরিক্সা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় আলোচনা সভায় সংগঠনের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply