মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগরে কয়লা ঘাটের নাইট র্গাডের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে পুলিশ আটক করতে পারেনি। তবে যশোর ডিবি পুলিশ, পিবিআই ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষর্দশীরা ও পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলা নওয়াপাড়া পৌর সভার ৪ নং ওয়ার্ড বেঙ্গল গেট এলাকার মিন্টু তরফদার (৬০) নামের এক ব্যক্তির মরাদেহ কয়লা ঘাট অফিস রুম থেকে উদ্ধার করেছে পলিশ। তার পিতা নাম মৃত মুসা তরফদার । সে আকিজ জুট মিলের সামনে সরকার ট্রেডার্স এর কয়লা ঘাটের নাইটর্গাডের কাজ করতো।
শনিবার সকাল ৯ টায় ঘাট ম্যানেজার হাবিবুল্লাহ হাবিব অফিস খুলে তার লাশ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনা স্থানে যেয়ে মিন্টু তরফদারের গলাই গামছাসহ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ জানায়, কিভাবে হত্যা কান্ড হয়েছে। তা এখনো বলা যাচ্ছে না।
এ ব্যপারে থানা তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল জানা, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Leave a Reply