সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে কেদ্রীয় মহাশ্মশানের নির্মান কাজের শুভ উদ্বােধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বুধবার সকাল ১০টায় আট্টাকী ভৈরব নদীর তীর উদ্বােধন অনুষ্ঠানে অন্যান্যদর মধ্য উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মােস্তাহিদ সুজা, উপেজলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনােতােষ রায় কেষ্ট, হিদু, বদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুরারী মাহন পাল, কেদ্রীয় মহাশ্মশানের সভাপতি গােবিদ পাল, সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘােষ, কেদ্রীয় কালি মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, সাবেক যুবলীগের সভাপতি শেখ হারুন আর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগর আহ্বায়ক শেখ ইমরুল হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগর সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, কেদ্রীয় মহাশ্মশান কমিটির অশােক কুন্ডু, অমিত ঘােষসহ বিভিন শণিপশার মানুষ উপস্থিত ছিলেন
Leave a Reply