স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উক্ত অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা প্রশাসান কোটালীপাড়া ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ঢাকা।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী লুৎফর রহমান শেখ, সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক সরদার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সুধার রঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা সহাদেব বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ, মুক্তিযোদ্ধা প্রযন্ম পিনজুরী ইউপি চেয়ারম্যান হাজী আমিনুজ্জামান খান মিলন।
আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন শেখ, উপ- প্রশাসনিক কর্মকর্তা রোমান সিকদার প্রমুখ।
Leave a Reply