মো.হারুনুর রশিদ, কচুয়া (চাঁদপুর): পরিবার ও সন্তানদের নিয়ে স্বামী-স্ত্রীকে নিয়ে হেলিকাপ্টারে চড়ে বাড়ি ফিরলেন আমেরিকা প্রবাসী মা. জসিম উদ্দিন প্রধান।
শুক্রবার আমরিকা থেকে ঢাকায় অবতারনের পর বাংলাদশ সময় সকাল সাড়ে ১০টায় জসিম উদ্দিন প্রধান তার নিজ জন্মভূমি বসবাসকারি বাড়ীতে একটি হেলিকপ্টার পৌঁছান।
এসময় এলাকাবাসী, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে গনসংবর্ধনা দেয়া হয়। আমরিকা প্রবাসী জসিম উদ্দিন প্রধান, চাঁদপুরের কচুয়া উপজলার তেগুরিয়া গ্রামের অধিবাসী, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মা. মাখলেছুর রহমান প্রধানর সুযাগ্য সন্তান।
স্হানীয় এলাকাবাসী জানান, আমেরিকা প্রবাসী জসীম উদ্দিন প্রধান হেলিকাপ্টার যোগে বাড়ি ফিরায়, তার আগমনে আমরা খুবই আনন্দিত। পাশাপাশি তিনি বিভিন্ন সময় তিনি গরীব অসহায় মানুষের নগদ আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।
আমরিকা প্রবাসী মা. জসীম উদ্দিন প্রধান বলেন, ২০০৫ সালে আমি আমরিকায় পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশের নাগরিকত্ব লাভ করে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্হায়ী ভাবে বসবাস করে আসছি। মাতৃভূমি ও নারীর টানে দেশে ফিরে আসি। এলাকাবাসীর আমাকে এতো ভালবাসা দেখে, আমি খুবই মুগ্ধ হয়েছি।
হেলিকাপ্টার যোগে জসীম উদ্দীন প্রধান নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।
Leave a Reply