সুকুমার রায়, কাহারোল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
শুক্রবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে
পুস্পস্তবক অর্পণ করা হয় এবং পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি
কর্মকর্তা সেলিনা আফরোজ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পুরন চন্দ্র রায়, বাংলাদেশ আওয়ামী লীগ কাহারোল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার ও সমাজ সেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী প্রমুখ।
Leave a Reply