ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে পাঁচবিবির মধ্যবর্তীস্থান বাগজানা রেলস্টেশনটি জনবলের সংকটের অজুহাতে দীর্ঘ কয়েক যুগ ধরে বন্ধ রয়েছে। এক সময় জাকজমক পুর্ণ রেলস্টশন টি যেন কালের স্বাক্ষি হয়ে দাড়িয়ে আছে।
বিএনপি সরকারের শাসন আমলে বাগজানার একসময়ের তুখোর গ্রামবাসীর মন্ডল, আকরাম হোসেন,আওফার হোসেন ফকির,মোবারক আলী মন্ডল সহ আমরা জুনিয়ররা বাগজানা রেলস্টেশনের দাবীতে আন্দোলন করি, দৌড়,ঝাপ শুরু করেন আমাদের গ্রামের প্রিয় নেতা বা মন্ডল গন,তখন ক্ষমতায় বিএনপি সরকার রেলমন্ত্রী প্রয়াত আঃআলীম।
আন্দোলনের মুখে একদিন সফলতা আসে, প্রয়াত রেলমন্ত্রী ঘোষনা দেন বাগজানা রেল স্টেশনের, সীমান্ত থেকে দুরত্ব দেড়,দুই কিলোমিটার দুরত্ব বিবেচনায় রেখে উ্দ্বোধন করা হয়, এর পর কোন এক অজানা কারনে স্টেশনটি বন্ধ হয়ে যায়, তখন আঃলীগ সরকার ক্ষমতায় আ.লীগ সরকার ক্ষমতায় এসে বাগজানা রেল ট্রেশন টি পুনরায় চালু করেন।
এই রেল স্ট্রেশনে পুর্বে মেইল ট্রেন ব্যতিত সকল লোকাল ট্রেন দাড়াতো, এর পর যাত্রী সংখ্যাও বাড়তে থাকে,এক সময় অস্থায়ী টিকেট ঘর নির্মান করা হয়,পরে অবশ্য একটি পাকা টিকেট ঘর অর্ধনির্মিত পাকা ঘর দীর্ঘ প্লাটফর্ম সবি আছে কিন্ত দাড়ায়না কোন ট্রেন, সেই থেকে জনবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি কয়েক যুগ ধরে পরে আছে। এখন শুধু স্মৃতি হয়ে রয়েছে প্লাটফর্ম আছে সেখানে রাতে নেশাখোরদের আড্ডায় পরিনত হয়েছে বাগজানা রেল স্ট্রেশন টি যদি পুনরায় চালু হয়।
পাঁচবিবির স্ট্রেশনমাষ্টার বলেন,আমরা উপরে জানাইছি দ্রুতো স্ট্রেশন চালু হবে আশা করছি। আর খুলনা গামী মেইল ট্রেন ও রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেন দুটি দাড়াতো তাহলে বাগজানা ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়ন বাসীও উপকৃত হতো।
Leave a Reply