ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২৩অর্থ বছরের প্রথম উন্মুক্ত ওর্য়াড সভা মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ৩নং ধনপোতা ওয়ার্ডের ধনপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য মাসুদ রানা আরিফ এর সভাপতিত্বে জনঅংশিদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন ও সুশাসন প্রতিষ্টা মুলক এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওর্য়াড সভার প্রবক্তা স্বপন দাশ।
উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-
সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, মডের থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক (এসআই) প্রতাব কুমার সিংহ ও বেতাগা
ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ।
উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ রাফেজা বেগম। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদা, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোলায়মান মন্ডল, আ’লীগ নেতা আব্দুল্লাহ শেখ, ছাত্রলীগ নেতা গোপাল কুমার পাল, কৃষকলীগ নেতা আঃ রউফ, আবুল হাসান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হামান।
সভায় বিভিন্ন ব্যক্তিরা চাহিদা দাবী করেন যা ইউপি সচিব ঢালী মাহাবুবুর রহমান খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply