এসএম ওমর, আগৈলঝাড়া: শিক্ষার মান উন্নয় ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও তার সমাধাণ নিয়ে ২ আগস্ট মঙ্গলবার সকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার‘ আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা অফিস ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্যদের মতবিনমিয় সভা অনুষ্ঠিত।
আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-আর রশিদের সভাপতিত্বে
মতবিনমিয় সভা বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, একডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, আগৈলঝাড়া প্রেসকা¬ব সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্যদ সরদার হারুন রানা, বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্যদ সুশান্ত মজুমদার, ননী গোপাল, হান্নান মোল্লা, শিক্ষক আব্দুল জলিল, সত্যরঞ্জণ সরকার, শিক্ষার্থী ইসরাত জাহান, মনোনিতা জয়ধর,তাসমিয়া মিকদার, অভিভাবক বলরাম সরকার, মনিমালা সরকার প্রমূখ।
সভা পরিচালনা করেন আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক নির্মালেন্দু বাড়ৈ।
Leave a Reply