ডেস্ক রিপোর্ট: শুধু কল্পনাই নয়, এবার বাস্তবেই গোটা দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে উদ্বোধনের অপেক্ষায় দীর্ঘ প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু। আগামী ২৫ জুন বাঙালি জাতির গৌরবের এই সেতুর দ্বার উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সেতু উদ্বোধনের মধ্যদিয়েই অর্থনীতির দ্বার খুলছে একসময়ের পশ্চাৎপদ জনপদে বসবাসরত গোটা দক্ষিণাঞ্চলের মানুষের।
এরই মধ্যেই পায়রা সমুদ্র বন্দর ও পর্যটন নগরী কুয়াকাটাকে ঘিরে সেতুবন্ধন তৈরির আগমনী বার্তায় বাণিজ্যিক প্রসার ঘটাতে মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন নদীবেষ্টিত এলাকার উন্নয়নে বাধার দেয়াল ভেঙে দিয়েছে বাস্তবিত পদ্মা সেতু।
দীর্ঘ প্রতীক্ষা,আর বাঁধার দেয়াল পেরিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি গোটা দেশকে যোগাযোগ ব্যবস্থার এক উন্নতিকল্পে সেতুবন্ধন তৈরি করে দিয়েছে সেতু পদ্মা। উদ্বোধনের পর মাত্র ৬ ঘণ্টায় কুয়াকাটা থেকে রাজধানীতে পৌঁছাতে পারবে বাংলাদেশের সর্বদক্ষিণ জনপদের মানুষ। এতে করে ভোগান্তি কমিয়ে বাঁচবে সময়। আর উন্নত যোগাযোগ মাধ্যম ব্যবসায়িক প্রসার ঘটিয়ে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে নির্মিত এই পদ্মা সেতু।
বিনিয়োগকারীরা বলছেন, রাজধানীতে পৌঁছাতে এখন আর ফেরি যাতায়াতে অর্থ অপচয় না থাকায় দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে শিল্প কারখানাসহ বাণিজ্যিক বহু প্রতিষ্ঠান। এতে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কমবে বেকার সমস্যা। ফলে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় সমৃদ্ধি ও উন্নয়নের দুয়ার খুলে দিয়েছে স্বপ্নের এই পদ্মা সেতু।
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন মাসুম বলেন, বাঙালির স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ায় বঙ্গবন্ধু কন্যার অবদান অসামান্য। এরইমধেই ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক প্রসার ঘটাতে নতুন পরিকল্পনা শুরু করেছেন।
কুয়াকাটা শিকদার রিসোর্টের জেনালের ম্যানেজার মো. নাসিমুল আজিম জানান, সেতু পায়রা উদ্বোধনের পর পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় ছিলাম আমরা। এখন আমাদের কুয়াকাটায় বিগবাজেটের বিনিয়োগ তথা ব্যবসায়িক সম্প্রসারণ করতে বাধা নেই।
পটুয়াখালীর ডিসি মো. কামাল হোসেন জানান, রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে দক্ষিণাঞ্চলের মানুষ ভাগ্য উন্নয়নে আশার আলো দেখছে। এতে গোটা দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনীতির চাকা সচল হবে। এবং সুফল ভোগ করবে। এদিকে সেতু পদ্মার উদ্বোধনের খবরে আনন্দের জোয়ারে ভাসছে উপকূলীয় মানুষ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
Leave a Reply