1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুরান ঢাকায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান সোনারগাঁয়ে তারেক রহমানের আগমনে হাজার হাজার নেতাকর্মী আনন্দ মিছিল ভরিতে ৫ হাজার টাকা বেড়ে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বদ্ধ করে রাখব গোবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা একটা ন্যায়ের রাষ্ট্র গঠন করবো : আব্দুল আজিজ মাক্কী গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোটালীপাড়ায় জেলা প্রশাসকের ভোটকেন্দ্র পরিদর্শন নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

পুরান ঢাকায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৩৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২ উপলক্ষে পুরান ঢাকায় বিভিন্ন মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাউল গান ও তামাকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’।

মঙ্গলবার (৩১ মে) বিকেল ৪টায় এ উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্কে শিশুদের মধ্যে ধূমপানবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কনের পাশাপাশি বাউল গান, পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, টি-শার্ট বিতরণ, বেলুন ডিসপ্লে ও সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয়।

দিবসটি ঘিরে আয়োজিত কর্মসূচিতে পরিবেশ বিনষ্টকারী তামাক কোম্পানির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি তামাকের বিরূদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা), ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, বিএনটিটিপি ও টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের (টিসিআরসি) সম্মিলিত উদ্যোগে তামাকবিরোধী গণসমাবেশ ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

তামাকবিরোধী গণসমাবেশে সভাপতিত্ব করেন বাটার প্রেসিডেন্ট হেলাল আহমেদ। তিনি বলেন, তামাক চাষের ক্ষেত্রে কৃষিজমিতে বিভিন্ন রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করার ফলে মাটির উর্বরতা হ্রাস, পানিধারণ ক্ষমতা নষ্ট ও ক্ষয় বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, এসব ক্ষতিকর রাসায়নিক নদী ও জলাশয়ের পানিতে মিশে তা দূষিত করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এছাড়া তামাক পাতা প্রক্রিয়াজাতকরণের জন্য নির্বিচারে বনজ, ফলদ, ঔষধিসহ সবরকম গাছ কেটে চুল্লিতে ব্যবহার করা হচ্ছে। এটি আমাদের জীববৈচিত্র্য, পরিবেশ ও জলবায়ুর মারাত্মক ক্ষতি করছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের (টিসিআরসি) কর্মসূচি ব্যবস্থাপক ফারহানা জামান লিজা। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্যানেল মেয়র শহিদ উল্লাহ মিনু।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানা, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন, ট্রাস্টের নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খান, বাংলাদেশ তামাকবিরোধী জোটের প্রতিনিধি সামিউল হাসান সজীব ও তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ আগত দর্শনার্থীরা।

জানা যায়, ১৯৭০ সাল থেকে শুধু তামাকজাত দ্রব্যের প্রক্রিয়াজাতকরণের ফলে বিশ্বে প্রায় ১.৫ বিলিয়ন হেক্টর বন বিলুপ্ত হয়েছে, যা ২০ শতাংশ বার্ষিক গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি করে। এছাড়া তামাক উৎপাদনে বছরে ২২ বিলিয়ন ঘনমিটারের বেশি পানি ব্যবহৃত হয়, যা বিশ্বে পানির সংকট তৈরি করছে।

অন্যদিকে তামাকজাত দ্রব্য ব্যবহারের মাধ্যমে বছরে ৪.৫ ট্রিলিয়ন সিগারেট বর্জ্য উৎপন্ন হয়। ফলে সমুদ্র দূষিত হচ্ছে ও সামুদ্রিক সম্পদ ধ্বংস হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION