ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে পুলিশ অভিযুক্ত আব্দুল বারিককে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
রোববার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে এসে আরবী প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে গত ৪-৫ মাস ধরে আব্দুল বারিক মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল বারিক তাঁর মুঠোফোন থেকে ফোনকল করে মেয়েটিকে সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে দেখা করতে বলেন।
বাঁশঝাড়ে দেখা করতে গেলে আব্দুল বারিক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আব্দুল বারিক দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে ঘটনাটি তাঁর পরিবারের লোকজনকে জানায়। পরে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করলে আজ পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
Leave a Reply