ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান নেতাকর্মীরা। এ ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (৩০ মে) সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে কর্মসূচি চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যার পর নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও ওয়ালিউল হক রানার নেতৃত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে মহানগর বিএনপির পক্ষে থেকে এ কর্মসূচির আয়োজন করা হলেও দলের সদস্য সচিব মামুন উর রশিদকে জানানো হয়নি। তাকে বাদ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে মামুন উর রশিদ তার সমর্থকদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় নজরুল হুদা ও ওয়ালিউল হক রানার সমর্থকদের সঙ্গে মামুনের সমর্থকদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে সংঘর্ষ লেগে কর্মসূচি পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চলাকালে দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ঘটনায় নজরুল-রানা গ্রুপের আব্দুস সালাম নামের এক কর্মী আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির সদস্য সচিব মামুন উর রশিদ কোনও মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে, একাধিকবার কল দিয়ে যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, ‘বিএনপি একটি বড় দল। বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। সেখান থেকে নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সব জায়গায় হচ্ছে। সারাদেশেই হচ্ছে। এটি তেমন বড় কিছু নয়।’
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাহার আলম ভূঁইয়া বলেন, ‘হট্টগোল হয়েছে। তবে মারামারি হয়নি। সে সময় সভাও শুরু হয়নি। মঞ্চে ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী, পাশে ছিলেন ওলিউল হক রানা, বজলুল হক মন্টু, শাফিক এবং নজরুল হুদা। সভাস্থলে ছিলেন সদস্য সচিব মামুন উর রশিদ। মামুন মঞ্চের চেয়ারে বসতে যাচ্ছিলেন। এ সময় নজরুল হুদা মামুনকে বলেন, তুমি চেয়ারে বসতে পারবা না। তাহলে আমি চলে যাবো। এ কথা নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়।’
এ বিষয়ে নজরুল হুদা বলেন, ‘মামুন উর রশিদকে বলেছি, তুমি খারাপ ছেলেদের দিয়ে বিভিন্ন সময় হট্টগোল করেছো মিছিল-মিটিংয়ে। তুমি তাদের সঙ্গে থাকলে আমরা থাকবো না। এ নিয়ে একটু সমস্যা হয়েছে।’
Leave a Reply