সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পিলজংগ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
পিলজংগ ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (২৮ মে) বেলা ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন মোড়ল জাহিদুল ইসলাম।
ইউপি সদস্য সঞ্জয় কুমার ধর (সুমন) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মল্লিক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা সরদার আমজাদ হোসেন, সমাজ কল্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থাযী কমিটির সদস্য জীবন কৃষ্ণ ঘোষ, প্রধান শিক্ষক শেখ আ. হালিম, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল, সাবেক ইউপি সদস্য আ. খালেক প্রমূখ।
এসময় বিভিন্ন ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply