এস.এস দুর্জয়, গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে মাঠ পর্যায়ে কৃষকের সঙ্গে কাজ করা, তাদের কাজ সম্পর্কে ধারণা এবং শিক্ষার্থীদের হাতে-কলমে শেখাতে ৫ দিন ব্যাপী কৃষি সম্প্রসারণ মাঠ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) গাজীপুর সদর উপজেলার কড়ইতলী গ্রামে ৫দিন ব্যাপী শিক্ষাসফরের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা মূলক ও দুটি দলে বিভক্ত হয়ে কৃষি ও কৃষি উন্নয়নে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শফিউল ইসলাম আফ্রাদ। বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক শাহরিয়ার হাসান, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজয়া রানী নন্দী, হালিমা খাতুন, শিউলি আক্তার, আই.পি.এম প্রশিক্ষক আরমান চৌধুরী । এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আলফাজ উদ্দিন সরকার, সহযোগী কৃষক বেলাল হোসেন, আক্তার হোসেন প্রমূখ।।
সভাপতির বক্তব্যে ডক্টর সফিউল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষক এবং কৃষি কাজ সম্পর্কে ধারণা দিতে এ কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
Leave a Reply