সুকুমার রায়, কাহারোল: দিনাজপুরের কাহারোলে উন্মুুক্ত লটারীর মাধ্যমে ধান চাষী নির্বাচন। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির বাস্তবায়নে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অভ্যান্তরীন বোরো ধান’২০২২ ক্রয়ের নিমিত্তে উন্মুক্ত লটারীর মাধ্যমে ধান চাষী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা, কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইউনুস আলী মন্ডল, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নিত্যানন্দ রায়, সাংবাদিক বৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবারে কাহারোল উপজেলার ২৭টাকা কেজি দরে ৭৪১ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।
Leave a Reply