ডেস্ক রিপোর্ট: নানা বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে আলোকিত করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
শুক্রবার দিনাজপুর সদরে দুটি সড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইকবালুর রহিম বলেন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য, ক্রীড়াসহ সবক্ষেত্রেই উন্নয়ন বাস্তবে রূপ নিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মানুষ শান্তিতে আছে।
প্রধানমন্ত্রীর সাফল্য তুলে ধরে তিনি আরো বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।
ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য জায়গাসহ বাড়ি করে দিয়েছেন। তিনি মাতৃত্বকালীন ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব ধরনের ভাতা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছেন। ভর্তুকি দিয়ে ১ কোটি বিশেষ কার্ডের মাধ্যমে হতদরিদ্র মানুষের কাছে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছেন।
Leave a Reply