সুকুমার রায়: দিনাজপুরের কাহারোলে পুকুর খননকালে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি প্রায় ৮০ কেজি। উচ্চতা ৩ ফুট এবং প্রস্থ দেড় ফুট। তবে এটি কষ্টিপাথরের কি না পরীক্ষার আগে বলা যাবে না বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে কাহারোলের তাড়গাঁও ইউপির বিরলী গ্রামের প্রবিন দেবনাথের বসতভিটার পশ্চিম পাশে পুকুর খনন করার সময় মূর্তিটি উদ্ধার করা হয়।
কাহারোল থানার ওসি মো. রইস উদ্দিন জানান, প্রবিন দেবনাথের বসতভিটার পশ্চিম পাশে পুকুর খনন করার সময় মূর্তিটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় কাহারোল থানার এসআই হাসান ফারুক ও ইউনিয়ন বিট অফিসার এসআই আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার করা বিষ্ণু মূর্তিটি কষ্টিপাথরের কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রত্নতত্ত্ব বিভাগকে বলা হয়েছে, তারা এলে জানা যাবে এটি কষ্টিপাথরের কি না।
Leave a Reply