সুকুমার রায়, কাহারোল: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত্বা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিদের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এক কথায় শেখ হাসিনা করোনা মহামারিতেও দেশের উন্নয়ন করে দেশকে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সোমবার (২১ মার্চ ২০২২) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে রামচন্দ্রপুর ক্লাবের মোড় পাকা রাস্তা হতে মজিবের বাড়ী পর্যন্ত রাস্তা ৫শ মিটার সড়ক এইচবিবি করণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. এম আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, রাচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল প্রমুখ।
Leave a Reply