ডেস্ক রিপোর্ট: দিনাজপুরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ আয়োজনে ধূমপান ও মাদক বিরোধী উন্মুক্ত মিনি ম্যারাথন-২০২২ প্রতিযোগিতা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগর থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে গিয়ে শেষ হয়। এ মিনি ম্যারাথনে প্রায় সাড়ে ৩০০ প্রতিগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম জনকে ১৫ হাজার, দ্বিতীয় জনকে ১০ হাজার এবং তৃতীয় জনকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. রাজিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, দিনাজপুর সদরের ইউএনও মর্তুজা-আল-মুঈদ প্রমুখ।
Leave a Reply