সুকুমার রায়, দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর ২য় ডোজ ভ্যাকসিন শুরু। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ রায়হান কবির জানান, উপজেলায় কোভিড-১৯ এর প্রথম ডোজ ১৫ হাজার ৬ জন শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এখন চলছে ২য় ডোজের ভ্যাকসিন, এ কার্যক্রম চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যন্ত উপজেলায় ৪ হাজার ৫শত শিক্ষার্থীদের মাঝে ২য় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২য় ডোজ টিকা নিতে আসলে বিদ্যালয়য়ের শিক্ষকদের গাফিলাতির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান টিকা কেন্দ্রে এসে ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন উপদেশমুলক কথা বলে পরিবেশ শান্ত করেন এবং ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা-আলাদা করে দুইটি টিকা কেন্দ্র স্থাপন করে সুষ্ঠ ভাবে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেন।
Leave a Reply