বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (এএসআইসিটি) বিভাগের আয়োজনে ‘তথ্য অধিকার প্রশিক্ষণ-২০২২’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ৬০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান।
বারির কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান। কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য করেন কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী ছাইদুর রহমান।
Leave a Reply