কাহারোল থেকে সুকুমার রায়,
“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ’২০২১ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২৮ আগষ্ট শনিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে কাহারোল উপজেলা পরিষদ সভা কক্ষে মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে ৭দিন ব্যাপী মৎস্য সপ্তাহ উদ্্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ(অঃদাঃ) জাতীয় মৎস্য সপ্তাহ’২০২১ উদ্্যাপন উপলক্ষ্যে বলেন, ২৮ আগষ্ট থেকে আগামী ০৩ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। কার্যক্রমের মধ্যে রয়েছে মাছের উৎপাদন বৃদ্ধি, পোনা মাছ অবমুক্তকরণ, অব্যবহৃত জলাশয়ে মাছ চাষ, জলাশয় সংস্কার, মৎস্য আইন প্রয়োগ, ফরমালিন বিরোধী অভিযান, জেলেদের পরিচয় পত্র প্রদান, প্রদর্শনী স্থাপন, প্রশিক্ষণ প্রদান, স্বাদু পানিতে গলদা চিংড়ি চাষ ও সচেতনতা মুলক সভার আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ আমানুস সালাম, কাহারোল প্রেস ক্লাবের সকল সংবাদিক বৃন্দ ও মৎস্য চাষীগণ।
Leave a Reply