কাহারোল থেকে সুকুমার রায়,
স্বাস্থ্য সেবা ও শিশু স্বাস্থ্য পুষ্টির জন্য কাহারোলে ওয়াল্ড ভিশন ৬০০টি পরিবারের মাঝে হাঁস ও মুরগী বিতরণ করেন।
ওয়াল্ড ভিশনের শিশু সুরক্ষা প্রকল্পের মাধ্যমে গত জুন’২০২১ইং মাস হতে আরম্ভ হয়ে এপর্যন্ত ওয়াল্ড ভিশন কাহারোল উপজেলার ৪টি ইউনিয়নে মা ও শিশুদের পুষ্টির লক্ষ্যে দরিদ্র ও অতিদরিদ্র ৬০০টি পরিবারের মাঝে ১২টি মুরগী, ১২টি হাঁস, ১টি করে খাঁচা ও হাঁস মুরগী সুস্থ্য রাখার জন্য ঔষধ সামগ্রী প্রদান করেন। ইহা ছাড়া উপজেলার ৪টি ইউনিয়নে ৪০০ শিশুর মাঝে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল এবং ২০০ শিশু মাঝে ১২ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল বিতরণ করেন।
অপরদিকে ৬০০টি পরিবারের মাঝে এ পর্যন্ত বিভিন্ন ফলজও গাছের চারা, সবজির বীজ, সবজির বাগান ও গাছ পরিচর্যার জন্য কোদাল, নিরানি, বাগানে পানি দেওয়ার যস্ত্র, সবজি বাগানে বেড়া দেওয়ার জন্য নেট প্রদান করেন। ওয়াল্ড ভিশন কাহারোলের শিশু সরক্ষা প্রকল্পের ম্যানেজার জগন্ময় বিশ্বাস জানান, শিশু স্বাস্থ্য পুষ্টির জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply