গাজীপুর থেকে এস.এম দুর্জয়,
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় এক অসহায় বিধবা মোছা:রায়মন নেশা লকডাউনে অনাহারে থাকায় তার পাশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আদর্শ ও সেবামূলক সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী বি.কম।জানা যায় কেওয়া পশ্চিম খন্ড এলাকায় ১১৫ বছর বয়সী তিন সন্তানের জননী এক বৃদ্ধ অসহায় গরীব বিধবা রায়মন নেশাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে মানবিক দৃষ্টি স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ আলী বি.কম।মোছাঃ রায়মন নেশারপ দুই ছেলে মৃত্যু বরণ করায় বর্তমানে তার এক ছেলে মানসিক প্রতিবন্ধী ছেলে কে নিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে জীবন যাপন করছেন,রায়মন নেশাকে নগদ অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানবতার ফেরিওয়ালা মানবিক নেতা মোহাম্মদ আলী বি.কম।সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মহামারী আকারে ধারণ করায় দেওয়া হয়েছে কঠোর লকডাউন এতে গরীব অসহায় কর্মহীন হতদরিদ্র মানুষ জবীন জীবিকার তাড়নায় অনাহারে দিন কাটাচ্ছে।
করোনায় ব্যাপক আকারে ধারণ করায় লকডাউনে অনাহারে জীবন যাপন করছে রায়মন নেশা গৃহহীন ,বাড়ি হীন অত্যন্ত দুঃখ ও কষ্টে মানবতাহীন জীবন যাপন করছিলেন তার প্রতিবন্ধী ছেলে কে নিয়ে। ৪ জুলাই রবিবার সকালে রায়মন নেশা,মোহাম্মদ আলী বি.কম এর ব্যাক্তিগত অফিসে আসলে উনাকে নগদ কিছু অর্থ প্রদান করেন, এবং যতদিন এই দুনিয়াতে উনি বেঁচে থাকবেন ততদিন উনাকে প্রতিমাসে চিকিৎসা ও ওষুধ বাবদ ১,০০০ হাজার টাকা করে দেয়া হবে আশ্বস্ত করেন।এই কথা শুনে উক্ত রায়মন নেশা দুচোখের পানি ফেলে দিয়ে মহান আল্লাহতালার দরবারে মোহাম্মদ আলী বি.কমের মাথায় হাত রেখে কান্নার কন্ঠে দোয়া করতে থাকেন। মোহাম্মদ আলী বি.কম বলেন মহান আল্লাহতালা যেন উক্ত রায়মন নেশার দোয়া কে কবুল করে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত,গরীব,দঃখী,
অসহায়,প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারের মানুষের পাশে থেকে মহান আল্লাহতালার রাজি খুশি মোতাবেক একজন সেবক হিসাবে তাদেরকে সাহায্য ও সহযোগিতা করার তৌফিক দান করেন।
মোহাম্মদ আলী বি.কম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন,এবং উনার নির্দেশনায় অসহায় গরীব মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন মোহাম্মদ আলী বি.কম।তিনি সমাজের বিত্তশালীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।পরিশেষে তিনি সকলকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান।
Leave a Reply