গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবিশ্বজিত সরকার বিপ্লব
রোগী সেজে ইয়াবা পাঁচারের সময় ৩০০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভূরঘাটা চেকপোষ্ট দিয়ে রোগীসেজে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের জসিম বেপারী (৩৫) ও বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের সহিদুল ইসলাম বালী (৪৫)কে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রথমে চেকপোষ্টে তাদের একজন অসুস্থ্য হার্টের রোগী বলে চেকপোষ্ট পাড় হওয়ার সময় পুলিশের সন্ধেহ হলে তাদের আটক করে তল্লাসী করে ইয়াবা উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply